Login Register
ক্রেডিট সম্পর্কিত নতুন বিজ্ঞপ্তি
Comments Page 3
#11

UPI নিয়ে অনেক ভাবনা চিন্তা ও রেজিস্টার করার চেষ্টা করা হলেও আমি বা শরদিন্দু কেউই সফল হতে পারিনি এখনও পর্যন্ত। আজ সকালে BharatPe App ব্যবহার করে রেজিস্টারে সফল হলাম। টেস্টিং অ্যামাউন্টও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এল। কিন্তু কোনোও ভিপিএ বা উইজার আইডি পেলাম না। একটা QR কোড পেলাম, কিন্তু তাতে মাঝে BharatPe এর লোগো লাগানো আছে। কোডটা কাজ করবে কিনা বুঝতে পারছি না। সাধারণতঃ QR কোডে এরকম কিছু থাকার তো কথা নয়। তবে জানি না। যাই হোক, অন্য উপায় না দেখে শেষ পর্যন্ত শরদিন্দুর PayTM এর Merchant অ্যাকাউন্ট অ্যাকটিভেট করলাম। এটা ওই BharatPe এর মতই, টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। QR কোডটা কাজ করছে। তবে পেমেন্ট ঠিকঠাক হবে কিনা বুঝতে পারছি না। যাই হোক, QR কোডটা Profile->Add Balance সেকসানে দেয়া হল। যদি সফল হয়, তবে আমাদের পরিশ্রম সার্থক হবে।


9th March, 2020 6:53 PM
#12

Online a/c no with IFSC Code বা Paytm no mail করলে ভালো হয়।


10th March, 2020 4:19 PM
#13

Paytm mobile no mail এ পাঠালে ভালো হয়....


10th March, 2020 4:56 PM
#14

এখানে QR code দেয়া আছে। পেটিএম এ স্ক্যান করে দেখুন।


10th March, 2020 6:12 PM
#15

একটু আগে som0303 এর মেসেজ পেলাম যে সে PayTM এ পেমেন্ট করেছে। বন্ধু শরদিন্দুর কাছে খোঁজ নিয়ে জানলাম, সে ১০০টাকা পেমেন্ট করেছে এবং টাকাটা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। যদিও som0303 কোনও স্ক্রীনশট বা পে-অর্ডার দেয়নি, তবুও কথামত আমি ওর হয়ে পে-অর্ডার জেনারেট করে অর্ডার অ্যাপ্রুভ করে দিয়েছি এবং ১০০টাকা দানের পরিপ্রেক্ষিতে ওর অ্যাকাউন্টে ২০০০ক্রেডিট জমা করে দিয়েছি। som0303 এর এই অনুদানের জন্য এখন আমরা সবাই বুঝতে পারছি যে PayTM পেমেন্ট এখন কাজ করছে। এজন্য som0303 -কে মুগ্ধবাংলার তরফ থেকে অজস্র ধন্যবাদ জানাই।


11th March, 2020 3:52 PM
Pages  First   Prev   1   2  3  4   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)